সিজেকেএস বাস্কেটবল লিগের ফলাফল

| বুধবার , ১ জুন, ২০২২ at ৭:৫৪ পূর্বাহ্ণ

 

সিজেকেএস এশিয়ান গ্রুপ বাস্কেটবল লিগে গতকাল মঙ্গলবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। সিজেকেএস জিমনেশিয়ামে অনুষ্ঠিত গতকালের প্রথম খেলায় এম এইচ স্পোর্টিং ক্লাব ৪২৩৬ পয়েন্টে চিটাগাং রয়েলকে পরাজিত করে। একই ভেন্যুতে দিনের দ্বিতীয় খেলায় মুক্তবিহঙ্গ সহজেই জয়লাভ করে। তারা ৯৯১৪ পয়েন্টে নোয়াপাড়া লায়ন্স ক্লাবকে পরাজিত করে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন দি মারিয়া
পরবর্তী নিবন্ধচার বা ছয় লেনে রূপান্তর কতদূর