পশ্চিম গুজরায় ফাইনাল সম্পন্ন

বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

রাউজান প্রতিনিধি | বুধবার , ১ জুন, ২০২২ at ৮:৫৩ পূর্বাহ্ণ

 

 

রাউজান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চলমান বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা পশ্চিম গুজরা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার অনুষ্ঠিত এই খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ বলেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি খেলাধুলার পরিবেশ সৃষ্টি করার জন্য উপজেলার বিভিন্নস্থানে ৩২টি খেলার মাঠ করে দিয়েছেন। তার লক্ষ্য রাউজান থেকে জাতীয় মানের খেলোয়াড় সৃষ্টি করা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসান ছিদ্দিকী খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল মুমিন, সুব্রত কুমার হাজারী, আবদুল মবিন, মোহাম্মদ লিয়াকত আলী, মেম্বার আবদুল মান্নান , সাংবাদিক নেজাম উদ্দিন রানা। উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিক, শিক্ষক নুরুল হুদা, আবু সৈয়দ, রেখা বড়ুয়া, অসীম বড়ুয়া, চন্দন খাস্তগীর, সাথী বড়ুয়া, অলক বড়ুয়া, নাঈমা হক, ঝুমুর পাল প্রমুখ। ফাইনাল খেলায় ডা.রাজা মিয়া প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও কাগতিয়া একেসি প্রাথমিক বিদ্যালয় রানার আপ ট্রফি লাভ করে।

পূর্ববর্তী নিবন্ধ১১ ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল