চট্টগ্রামের ফুটবলার তৈরির কারখানা হিসেবে পরিচিত, চট্টগ্রামের সবচাইতে প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত পাইওনিয়ার ফুটবল লিগ মাঠে গড়াচ্ছে আজ। এই পাইওনিয়ার লিগের স্পন্সর করছে ইস্পাহানী গ্রুপ অব কোম্পানীজ। আজ বিকেল তিনটায় দামপাড়া পুলিশ লাইনস মাঠে প্রধান অতিথি হিসেবে এ লিগের উদ্বোধন করবেন চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি ও পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইস্পাহানি গ্রুপ অব কোম্পানীজের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করবে রামপুরা একাদশ ও বরমা ফিজিক্যাল ক্লাব। এবারের পাইওনিয়ার লিগে ২৪টি দল অংশ গ্রহন করছে। দল গুলো ৮ গ্রুপে ভাগ হয়ে প্রাথমিক পর্বে অংশ গ্রহন করবে। গ্রুপ পর্ব শেষে প্রতি গ্রুপের ২টি করে দল নকআউট পর্বে খেলবে। এরপর ৮টি দল নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। তারপর সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে।