বলিউড অভিনেতা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের বিরুদ্ধে মাদক মামলায় তদন্তকারী মাদক নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে চেন্নাইয়ে বদলি করা হয়েছে। ২০২১ সালের ২ অক্টোবর আরিয়ানকে গ্রেফতার করেছিলেন মুম্বাইয়ের মাদক নিয়ন্ত্রক সংস্থার ব্যুরোর প্রধান সমীর। খবর বাংলানিউজের।
সেই সমীরকে গত সোমবার মুম্বাই থেকে বদলি করা হয়েছে চেন্নাইয়ে। সেখানে ট্যাক্সপেয়ার সার্ভিস ডিরেক্টরেটের ডিজি’র দায়িত্ব পালন করবেন তিনি। ইতোমধ্যেই প্রমোদতরীতে মাদক নেওয়ার মামলায় এনসিবি বেকসুর খালাস দিয়েছে আরিয়ানকে। অন্যদিকে বিশেষ তদন্তকারী দল জানায় আরিয়ানের নামে অসত্য অভিযোগ এনেছিলেন সমীর। এরপরই তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়। এনসিবিতে তার মেয়াদ শেষে চলতি বছরের শুরুতেই মুম্বাই ডিআরআই–এর আইআরএস হিসেবে নিযুক্ত হন সমীর। এবার সেখান থেকে চেন্নাইয়ে বদলি করা হলো তাকে। জানা গেছে, আগামী ১০ জুন নতুন পদে দায়িত্ব নেবেন ‘বিতর্কিত’ এই কর্মকর্তা।












