বাঁশখালীতে আচরণবিধি ভঙ্গের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা

ইউপি নির্বাচন

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৩১ মে, ২০২২ at ৯:২২ অপরাহ্ণ

বাঁশখালীর ১৪টি ইউনিয়নের আগামী ১৫ জুন অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

তারই প্রেক্ষিতে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে বাঁশখালীর বাহারছড়া, কালীপুর, বৈলছড়ি ও কাথরিয়া ইউনিয়নের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় বাহারছড়ায় এক প্রার্থীকে ১০ হাজার টাকা এবং কালীপুরে দুই প্রার্থীকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আচরণবিধি বহির্ভূতভাবে পোস্টার লাগানো, ব্যানার ও তোরণ অপসারণ করা হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।

অপরদিকে, মনোনয়ন যাচাই-বাছাইরের দিনে বাতিল হওয়া গণ্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আরিফ উল্লাহর হাইকোর্টের মাধ্যমে গত রবিবার প্রার্থিতা ফিরে পাওয়ার রায়ের প্রেক্ষিতে আজ মঙ্গলবার(৩১ মে) বাঁশখালী নির্বাচন অফিস থেকে তাকে ঘোড়া প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

ফলে গণ্ডামারা ইউনিয়নে পূর্বের চেয়ারম্যান প্রার্থীরা এবং মাওলানা আরিফ উল্লাহ(ঘোড়া) সহ চেয়ারম্যান প্রার্থী মোট ৭ জন।

পূর্ববর্তী নিবন্ধচবিতে অংশ নিবে ঢাবির ২৪৫৮৯ ভর্তি পরীক্ষার্থী
পরবর্তী নিবন্ধ‘সেট টপ বক্স’ বসানোর বাধ্যবাধকতায় ফের স্থগিতাদেশ