সদরঘাট থানা আওয়ামী লীগের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা গত ২৯ মে কদমতলী জাহাঙ্গীর মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে থানা সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে ও ৩০নং ওয়ার্ডের সম্পাদক সালাউদ্দিন ইবনে আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। বিশেষ অতিথি ছিলেন এম এ লতিফ এমপি, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সভাপতি নাঈম উদ্দিন চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, অমল মিত্র, আব্দুল আহাদ চৌধুরী, সফর আলী, শওকত আলী, মুনির আহম্মদ, মুজিবুল হক পেয়ারু, কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, আলী বক্স, শাহীন সরওয়ার, দানু মিয়া, পঙ্কজ বৈদ্য সুজন, আহমেদু জসিমুল হুদা, এ কে এম নুরুল আবছার প্রমুখ। সভায় শিক্ষা উপমন্ত্রী বলেন, আগামী সংসদ নির্বাচনে নৌকার জয়ের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।