পটিয়া পৌরসভায় মরাখালে ভেঙে গেছে প্রতিরোধক দেয়াল

পটিয়া পৌরসভায় মরাখালে ভেঙে গেছে প্রতিরোধক দেয়াল

পটিয়া প্রতিনিধি  | মঙ্গলবার , ৩১ মে, ২০২২ at ৯:০৫ পূর্বাহ্ণ

 

এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা

 

 

পটিয়ায় মরাখালের পানির তোড়ে ভেঙে বিলীন হয়ে পড়েছে একটি গুরুত্বপূর্ণ রিটার্নিং ওয়াল। পৌরসদরের ৫ নং ওয়ার্ডের ফয়েজুর রহমান কেরানির বাড়ি সংলগ্ন ও হাজীরপাড়ার রাস্তার প্রতিরোধক দেওয়ালটি ভেঙে গেছে। এতে সামনে বর্ষা মৌসুমে পুরো এলাকার কয়েক হাজার মানুষ খালের পানিতে প্লাবিত হওয়ার আশংকা করছে।

খবর পেয়ে গতকাল রোববার বিকালে ভেঙে পড়া স্থান পরিদর্শন করেন পটিয়া পৌরসভা মেয়র আইয়ুব বাবুল। এ সময় তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণে পানি উন্নয়ন বোর্ডের কাছে বার্তা প্রেরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন, গোফরান রানা, সরওয়ার কামাল রাজীব, গিয়াস উদ্দিন আজাদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর ইয়াসমিন আক্তার, স্থানীয় হাজী শহীদুজ্জামান, শামসুল আরেফিন বিটু, আব্দুল জব্বার, আইয়ুব আলী সওদাগর, মাহাস সুফা, মেয়রের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম ও সৈয়দুল হক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপূর্ণাঙ্গ উৎসব ভাতা ও ৫০% মহার্ঘ ভাতা প্রদানের দাবি
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে সেমিনার