বান্দরবানে পাহাড়ি ঢালু পথে পা পিছলে একজনের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ৩০ মে, ২০২২ at ৭:২৮ অপরাহ্ণ

বান্দরবানের বাকিছড়ায় পাহাড়ে ঢালু পথ থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মেমং মারমা (৫৫)। আজ সোমবার(৩০ মে) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকিছড়ায় পাহাড়ের ঢালু পথে পায়ে হেঁটে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় বৃষ্টিতে পিচ্ছিল হয়ে যাওয়া পাহাড়ি পথ থেকে পা পিছলে পাহাড়ি ঝিরিতে পড়ে যায় এক পাহাড়ি।

এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের নাম মেমং মারমা।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের বাড়ি রোয়াংছড়ি উপজেলায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক কারিমুজ্জামান জানান, বাকিছড়াতে পাহাড়ের ঢালু পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় পা পিছলে খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে: শেখ সেলিম
পরবর্তী নিবন্ধচন্দনাইশে স্ত্রীকে হত্যা করে কৃষি কাজ করছিলেন রাঙ্গুনিয়ার পাহাড়ে, অবশেষে গ্রেপ্তার