স্বার্থ
যতই খাওয়াও, যতই পরাও
তোমার কোনো নাম নেই
উল্টা তোমার কুৎসা রটায়
তোমার লোকের সামনেই।
কিসের নীতি, কিসের প্রীতি
স্বার্থ হলো মুখ্য
স্বার্থ যদি অটুট থাকে
হজম হবে দুঃখ।
আজ আছে তো কাল মনে নেই
এইভাবে ঠিক দুনিয়া
স্বার্থ ছাড়া অন্য কথা
কার কী লাভ শুনিয়া?