গশ্চি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

রাউজান প্রতিনিধি | রবিবার , ২৯ মে, ২০২২ at ৮:৫৩ পূর্বাহ্ণ

 

 

দক্ষিণ রাউজান বাগোয়ান গশ্চি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্য, উন্নয়ন ও শিক্ষার মান বজায় রাখার প্রয়োজনে প্রাক্তন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। গতকাল শনিবার কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ নারায়ণ বদ্য, . প্রসঞ্জিত দাশ, ডা. এনামুল হক, আনোয়ার পাশা, সৈয়দ মোজাফ্‌ফর হোসেন, আলমগীর হায়দার, কামরুল ইসলাম বাবু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুননবি, শিক্ষক দিলীপ দাশ গুপ্ত, উদয় দত্ত অর্ক, শিক্ষক সন্তোষ, আনোয়ার পাশা, শিক্ষক বদিউল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. এনামুল হক।

অনুষ্ঠানের শুরুতে সাংবাদিক মরহুম সিদ্দিক আহমেদ ও বিদ্যালয়ের প্রয়াত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাই এসো’ চট্টগ্রামের মেধাবৃত্তি পরীক্ষা
পরবর্তী নিবন্ধমেলা শেষ হচ্ছে আজ প্রথম দিনে ব্যাপক সাড়া