খেলাঘরের অগ্রযাত্রার ৭০ বছর উদযাপন

| রবিবার , ২৯ মে, ২০২২ at ৮:৫২ পূর্বাহ্ণ

 

 

একসময় বেশ কয়েকটি প্রগতিশীল শিশুকিশোর সংগঠন শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কাজ করত। বর্তমানে খেলাঘর ছাড়া বাকীগুলোর তেমন কার্যক্রম দৃশ্যমান নয়। তাই খেলাঘরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গত শুক্রবার পটিয়া খলিলুর রহমান ডিগ্রী কলেজে খেলাঘর দক্ষিণ জেলা আয়োজিত সংগঠনের বছরব্যাপী অগ্রযাত্রার ৭০ বছর উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাট্য ব্যক্তিত্ব আহমদে ইকবাল হায়দার এ কথা বলেন। জাতীয় মুক্তি সংগ্রামের চেতনায় দেশ গড়তে পাড়ায় পাড়ায় খেলাঘর আন্দোলন গড়ে তোলার আহবান জানান তিনি। সংগঠনের সভাপতি প্রফেসর এ বি এম আবু নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রদীপ ভট্টচার্য্য, আবুল ফজল বাবুল, অধ্যাপক ভগীরত দাশ, অধ্যাপক বিপ্লব বসু,সুবিমল ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট শৈবাল আদিত্য। ইসমত আরা দিলশাদ, সজিব কুমার নাথ ও রুপক শীলের সঞ্চালনায় আলোচনা সভা, পুরস্কার বিতরন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধউত্তর জেলা মৎস্যজীবী লীগের সভা
পরবর্তী নিবন্ধএ সরকারের আমলে মাদরাসা শিক্ষার উন্নয়ন হয়েছে