সীতাকুন্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল (অনূর্ধ্ব ১৭) টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকালে সীতাকুন্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম-৪ সীতাকুন্ড আসনের সংসদ সদস্য দিদারুল আলম। টুর্নামেন্টে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার টিম অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় কুমিরা ইউনিয়ন টাইব্রেকারে ৪-২ গোলে ভাটিয়ারী ইউনিয়নকে পরাজিত করে। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, ডা. নুরউদ্দিন রাশেদ, ওসি আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা, মো. শাহ আলম, নাজীম উদ্দিন, মোরশেদ হোসেন চৌধুরী, দীপক কান্তি ভট্টাচার্য, অধ্যাপক নুরুল গণি চৌধুরী, রূপম চন্দ্র দে, সাংবাদিক শেখ সালাউদ্দিন, সাংবাদিক কামরুল ইসলাম দুলু ও সাংবাদিক সঞ্জয় চৌধুরী, ইকবাল হোসেন টিপু প্রমুখ।