ব্যুরো অফ বিজনেস রিচার্সের ওয়েবনিয়ার

| শনিবার , ২৮ মে, ২০২২ at ৮:২০ পূর্বাহ্ণ

ব্যুরো অফ বিজনেস রিচার্সের উদ্যোগে ‘সরকারি আর্থিক ব্যবস্থাপনা কাঠামো’ শীর্ষক এক ওয়েবনিয়ার গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের পরিচালনা পরিষদের চেয়ারম্যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ব্যুরো অফ বিজনেস রিচার্সের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে উক্ত ওয়েবনিয়ারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী।
মূল প্রবন্ধ আলোচনায় মুসলিম চৌধুরী প্রাতিষ্ঠানিক কাঠামোর ভিত্তিতে সরকারি আর্থিক ব্যবস্থাপনাকে বিভিন্ন শ্রেণীতে বিভক্তি পূর্বক বাংলাদেশের সমগ্র সাধারণ সরকারি ও পাবলিক কর্পোরেশনগুলোর আর্থিক ব্যবস্থাপনার প্রক্রিয়া, পদ্ধতি ও সরকারি সম্পদ ব্যবস্থার বিস্তারিত বিবরণ তুলে ধরেন।
অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন বলেন, সরকারি আর্থিক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর বিশালতা ও পরিধি অনেক সুবিস্তৃত। সরকারি আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে আমরা যত বেশি জ্ঞান আহরণ করব তত বেশি এই বিষয়ে গবেষণা করার জন্য সুযোগ সৃষ্টি হবে। তাই সরকারি আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান ভিত্তিক আলোচনা দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও পরিবেশগত দিকগুলোতে ধনাত্মক প্রভাব পড়বে।
বিবিএসের পরিচালক প্রফেসর ড. এস এম সোহরাব উদ্দিনের সঞ্চালনায় উক্ত ওয়েবনিয়ারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসবাই মিলে সচেতন হলে সড়ক দুর্ঘটনা কমবে
পরবর্তী নিবন্ধনিজেকে মানবিক মানুষ হিসেবে তৈরি করতে হবে