সবাই মিলে সচেতন হলে সড়ক দুর্ঘটনা কমবে

টিম পজিটিভ বাংলাদেশের জনসচেতনতা অনুষ্ঠানে বক্তারা

| শনিবার , ২৮ মে, ২০২২ at ৮:২০ পূর্বাহ্ণ

টিম পজিটিভ বাংলাদেশের জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে টাইগারপাস মোড়ে টিম পজিটিভ বাংলাদেশ চট্টগ্রাম শাখার উদ্যোগে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভারপ্রাপ্ত মেয়র মো.গিয়াস উদ্দিন।
এসময় তিনি বলেন, জনসচেতনতা এবং প্রয়োজনীয় সরকারী-বেসরকারী পদক্ষেপের মাধ্যমে সড়ক দুর্ঘটনা, আত্মহত্যা ও গুজব রুখে দেয়া সম্ভব। রোড এক্সিডেন্ট প্রতিকারে ট্রাফিক আইন সংরক্ষণ, ড্রাইভার বা চালকের সতর্কতা অবলম্বন, গাড়ীর ইঞ্জিন ও চাকাগুলো ত্রুটিমুক্ত রাখা, সড়ক সংস্কার, চালকদের বি.আর টি এ কর্তৃক সঠিক ড্রাইভিং প্রশিক্ষণের ব্যবস্থা করা, কর্তৃপক্ষের সতর্কতা ও কঠোরতা অবলম্বন করতে পারলে রোড এক্সিডেন্ট প্রতিকার সম্ভব হবে। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দেশটিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, যুবলীগ নেতা ওয়াহিদুল আলম সিমুল, লেখক সোহেল ইয়াসিন, টিম পজিটিভের সদস্য রবিউল হাসান, কামরুলজ্জামান রুমান, যুবলীগ নেতা মির্জা কামরুল হাসান আসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. হোসেন, মুসাইদাহ সংগঠনের সভাপতি আবু হাসান, রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পি। আরোও উপস্থিত ছিলেন, ইয়াছিন আরাফাত, আশেক রসুল রাহাত, আবদুল কাদের রুবেল, সজীব আনোয়ার ইভান, ইফতেখার ইসলাম রিমন, মো. ওয়াছি সিকদার, নিশাত সাবরিনা, তাসনিয়া, আব্দুল্লাহ মোহাম্মদ সজীব, তন্ময়, মোঃ সুজন হোসেন, জনি মাহমুদ, ইসরাত জাহান, নাদিয়া সুলতানা বৃষ্টি, তামিত ফাহিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধথিয়েটারে হাওয়াইয়ান গীটার বাদন সন্ধ্যা ‘সুরাঞ্জলি’ আজ
পরবর্তী নিবন্ধব্যুরো অফ বিজনেস রিচার্সের ওয়েবনিয়ার