ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর লাইমান দখলের দাবি করেছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়, লাইমান দখলের মাধ্যমে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরগুলোতে প্রবেশ করতে পারবে রুশ সেনারা। ওই শহরগুলো এখনো কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে। খবর বিডি/বাংলানিউজের।
স্থানীয় কর্তৃপক্ষ শহরটির পুরনো নাম ব্যবহার করে টেলিগ্রামে দেওয়া একটি বার্তায় জানায়, রাশিয়ান সেনারা বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে ক্র্যাসনি লাইমানসহ ২২০টি এলাকার সম্পূর্ণ দখল নিয়েছে। তবে এ নিয়ে রাশিয়া বা ইউক্রেনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। লাইমান শহরটি দোনেস্ক অঞ্চলের উত্তরে অবস্থিত। এই শহর দিয়ে স্লোভিয়ানস্ক এবং ক্রামতোর্স্কে যাওয়া যায়। যা দোনেস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ দুটি শহরে।
রাশিয়া কৃষ্ণ সাগরে ৫০০ মাইন পেতে রেখেছে : ইউক্রেন। এদিকে রাশিয়া কৃষ্ণ সাগরে সোভিয়েত আমলের ৪০০ থেকে ৫০০ মাইন ছড়িয়ে রেখেছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। এসব মাইন ঝড়ের সময় তাদের নোঙর থেকে সরে গিয়ে সাগরে ভাসছে, এ কারণে ইউক্রেনের বন্দরগুলো থেকে পণ্য রপ্তানি অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করেছে কিইভ। ওদেসা আঞ্চলিক সামরিক প্রশাসনের মুখপাত্র শেরহি ব্রাচুক বলেছেন, রাশিয়া বন্দরগুলো অবরুদ্ধ করে রেখে ‘বিশ্বে একটি খাদ্য সংকট তৈরি করেছে’। খাদ্য সংকটের জন্য ইউক্রেনকে দায়ী করতে রাশিয়া ‘তথ্য অজুহাত’ ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন তিনি।