কাশ্মীরের টিকটক স্টার হত্যাকারীরা বন্দুকযুদ্ধে নিহত

| শনিবার , ২৮ মে, ২০২২ at ৮:১৩ পূর্বাহ্ণ

ভারত-শাসিত কাশ্মীরে অভিনেত্রী-গায়িকা ও টিকটক স্টার আমরিন ভাট (৩৫) হত্যাকাণ্ডে জড়িত চার ব্যক্তি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ হয় লস্কর-ই-তইবার ওই সদস্যদের। খবর বাংলানিউজের।
বুধবার রাত ৮টার দিকে বদগামের চদোরা এলাকায় আমরিনকে বাড়িতে ঢুকে গুলি চালিয়ে হত্যা করে দুই ব্যক্তি। যদিও সংবাদ সংস্থা পিটিআই তখন জানিয়েছিল, ওইদিন রাতে তিন সশস্ত্র জঙ্গি আমরিনের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় আমরিনের ঘাড়ে গুলি লাগে। গুলিবিদ্ধ হয় ঘটনাস্থলে উপস্থিত থাকা তার ১০ বছর বয়সী ভাতিজাও। সে এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
কাশ্মীর পুলিশ জানায়, আমরিন হত্যাকাণ্ডের পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়। সেই জালে আটকা পড়ে লস্কর-ই-তইবার দুই সদস্য। বৃহস্পতিবার রাতে পুলিশের গুলিতে নিহত হন তারা। তাদের কাছ থেকে একে ৫৬ রাইফেল, চারটি গুলিভরা ম্যাগাজিন এবং একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এছাড়াও শ্রীনগরের অদূরে আরেকটি বন্দুকযুদ্ধে আরও দুই লস্কর সদস্যের মৃত্যু হয়েছে। লস্কর কমান্ডার লতিফের নির্দেশে তারা এ কাজ করেছিলেন বলে দাবি পুলিশের।

পূর্ববর্তী নিবন্ধমাস্টার্স ক্রিকেটে নওজোয়ান এবং ব্রাদার্স ইউনিয়নের জয়
পরবর্তী নিবন্ধশোকে মারা গেলেন স্বামী