বিজয় দিবস অনূর্ধ্ব -১৫ ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স চ্যাম্পিয়ন

| শনিবার , ২৮ মে, ২০২২ at ৮:০৯ পূর্বাহ্ণ

নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় ও মেরিডিয়ান ফুডস লিঃ এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত বিজয় দিবস অনুর্ধ্ব-১৫ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে বন্দর স্পোর্টস কমপ্লেক্স ৫ উইকেটে বেসিক ক্রিকেট একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মেরিডিয়ান গ্রুপের চেয়ারম্যান কোহিনুর কামাল। ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক যাহেদুর রহমান এর সঞ্চালনায় এবং ক্লাব সভাপতি এস এম কামাল পাশার উপস্থিতিতে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন সাবেক ক্রিকেটার আব্দুল হাই জাহাঙ্গীর, ক্লাবের সহ সভাপতি তৌফিকুল ইসলাম বাবু, বন্দর স্পোর্টস কমপ্লেক্স এর পরিচালক গোলাম মুর্তজা, চিটাগাং খুলশী লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ ইউসুফ, গভর্নর উপদেষ্টা লায়ন নজরুল ইসলাম, লায়ন আবুল হাশেম, লায়ন কামাল উদ্দিন, লায়ন আরশাদুর রহমান, নাসিরাবাদ সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ‘৮৬ আহ্বায়ক আজমল হোসেন সানু, ক্লাব সম্পাদক আরফানুল ইসলাম খান লাবু, টুর্নামেন্ট সম্পাদক মোহাম্মদ ফারুক টিটু, সদস্য কফিল উদ্দিন, ইমতিয়াজ পায়েল, রনি চৌধুরী সৌরভ, নজরুল ইসলাম দিপু, আইনুল কবির জিতু, সুমন সাহা প্রমুখ। টুর্নামেন্ট এর সেরা বোলার নির্বাচিত হয়েছে বেসিক ক্রিকেট একাডেমির ফারহান, সর্বোচ্চ রান সংগ্রাহক উদীয়মান ক্রিকেট একাডেমির রুবাইয়্যাত খান আফ্রিদি এবং ফাইনাল এর ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে বন্দর স্পোর্টস কমপ্লেক্সের ফাহাদ ।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতল চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধমোমিনুলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চান বিসিবি সভাপতি পাপন