সিআরবি এলাকায় রেলিং ভেঙে সড়কে উল্টে পড়ল পণ্যবাহী ট্রাক

আজাদী অনলাইন | শুক্রবার , ২৭ মে, ২০২২ at ১২:১৬ অপরাহ্ণ

সড়কের রেলিং ভেঙে নগরীর টাইগার পাসের সিআরবি সংলগ্ন মোহাম্মদ ইউসুফ চৌধুরী সড়কে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছে। আজ শুক্রবার (২৭ মে) ভোর সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

তবে এ দুর্ঘটনায় হতহতের কোন খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়, ট্রাকটি মুন্সিগঞ্জ থেকে আলু নিয়ে নগরীর রেয়াজউদ্দিন বাজারের দিকে যাচ্ছিল।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনাকবলিত ট্রাকের আলুর বস্তাগুলো মিনিট্রাকে করে বাজারে নিয়ে যাওয়া হচ্ছে এবং ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে স্থানীয় আড়তদার।

পূর্ববর্তী নিবন্ধআবারও দ্বৈতকণ্ঠে গাইলেন পাবেল
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে র‌্যাবের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১৩