সিজেকেএস বাস্কেটবল লিগ শুরু হচ্ছে আজ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৭ মে, ২০২২ at ৬:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বাস্কেটবল লিগ শুরু হচ্ছে আজ। সিজেকেএস জিমনেসিয়ামে প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করবেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন। এবারের লিগে পুরুষ বিভাগে ১৪টি দল অংশ গ্রহন করছে। দলগুলো হচ্ছে ওপিএ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি, হালিশহর লাকি ক্লাব, সিটি কর্পোরেশন একাদশ, অছি ক্লাব, কল্লোল সংঘ, ক্যাথলিক ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, এম এইচ স্পোর্টিং ক্লাব, চিটাগাং রয়্যালস, ফিরিঙ্গি বাজার লাকি স্টার ক্লাব, গোসাইলডাঙ্গা যুবক গোষ্টী, নোয়াপাড়া লায়ন্স ক্লাব এবং মুক্তবিহঙ্গ। এই ১৪টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে গ্রুপ লিগ পদ্ধতিতে খেলবে। চার গ্রুপের শীর্ষ চারটি দল খেলবে সেমিফাইনালে। এরপর ফাইনাল। পুরুষ বিভাগে মোট ২১ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে চারটি খেলা অনুষ্ঠিত হবে। বিকেল চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলতে এই চারটি ম্যাচ।

এদিকে লিগের মহিলা বিভাগে মাত্র তিনটি দল অংশগ্রহন করেছে। আর এই তিন দল নিয়েই হবে এবারের মহিলা লিগ। মহিলা বিভাগে দল বেশি না হওয়ার কারন হিসেবে আয়োজকরা বলছেন ‘ও’ লেবেল এবং ‘এ’ লেবেল পরীক্ষায় ছাত্রীদের ব্যস্ততা। মহিলা বিভাগে অংশ নেওয়া তিনটি দল হচ্ছে এম এইচ স্পোর্টিং ক্লাব, ওপিএ এবং পাইরেটস অব চিটাগাং। এই দুই বাস্কেটবল লিগের বাজেট ধরা হয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা। যেখানে স্পন্সর প্রতিষ্ঠান এশিয়ান গ্রুপ দেবে এক লক্ষ টাকা। বাকি টাকা সিজেকেএস এর তহবিল থেকে ব্যয় করা হবে।

এদিকে টুর্নামেন্ট উপলক্ষে গতকাল সিজেকেএস সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস বাস্কেটবল কমিটির সম্পাদক গোলাম মহিউদ্দিন হাসান। বক্তব্য রাখেন বাস্কেটবল কমিটির চেয়ারম্যান এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী এবং স্পন্সর প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ এয়াকুব। এছাড়া উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি হাফিজুর রহমান, দিদারুল আলম চৌধুরী, অতিরিক্ত সাধারন সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহি সদস্য হাসান মুরাদ বিপ্লব এবং সিজেকেএস এবং বাস্কেটবল কমিটির কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় চ্যাম্পিয়ন পৌরসভা
পরবর্তী নিবন্ধসিজেকেএস টেনিস লিগ ১৬ জুন শুরু