সাংবাদিক সিদ্দিক আহমেদ ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

| শুক্রবার , ২৭ মে, ২০২২ at ৫:৫০ পূর্বাহ্ণ

সাংবাদিক ও সাহিত্যিক সিদ্দিক আহমেদ ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাউজানের নোয়াপাড়া পথেরহাটের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি শামীম আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জিয়াউর রহমানের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি থেকে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ ও সংগঠনের উপদেষ্টা সৈয়দ উদ্দিন আহমেদ। সভায় আগামী ৩ জুন সংগঠনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান উদযাপন প্রস্তুতির বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়।

ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির কর্মকর্তারা হলেন, সভাপতি শামীম আল আজাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান, সহ সভাপতি মহিউদ্দিন ইমন, আলমগীর হায়দার, শিক্ষিকা নাসরিন আক্তার, আবু মুসা সিদ্দিকী, শিক্ষক আবদুল গফুর, শিক্ষক নুরুন নবী, নান্টু বড়ুয়া, আহমেদ সৈয়দ, বেলাল উদ্দিন, আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন শাওন, নেজাম উদ্দিন রানা, কোষাধ্যক্ষ বেলাল উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসিতে সকল ধর্মের শিক্ষার্থীদের দ্বার উন্মুক্ত : এমপি নদভী
পরবর্তী নিবন্ধসরকারি স্বার্থ সংশ্লিষ্ট মামলায় করণীয় বিষয়ে কর্মশালা