সকালে হত্যা করে পালালো খুনি, রাতে আত্মসমর্পণ

মাদক নিয়ে দুই টেক্সি চালকের বিরোধ

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ২৭ মে, ২০২২ at ৪:৫৩ পূর্বাহ্ণ

মাদক কারবার নিয়ে দুই সিএনজি টেক্সি চালকের মধ্যে বিরোধের জেরে একজন আরেকজনকে কুপিয়ে খুন করেছে বলে জানা গেছে। মীরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকার জামালপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় এ ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক হারুন (৩৫) পাশ্ববর্তী রামগড় উপজেলার মাস্টারপাড়ার মৃত জসিমের পুত্র। অপরজন বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের অলি আহম্মদের ছেলে সিএনজি চালক সালাউদ্দিন (৩৬)। তাদের দুইজনের মধ্যে মাদক সিন্ডিকেটের লেনদেন নিয়ে বিরোধ চলছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এদিকে ঘটনার পর পালিয়ে গেলেও রাত ৮টা দিকে খুনি সালাউদ্দিন নিজে এসে থানায় অপরাধ স্বীকার করে আত্মসমর্পন করেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সালাউদ্দিন বারইয়াহাট পৌরসভার জামালপুর গ্রামের ইমাম কমিশনারের বাড়ির পার্শ্ববর্তী স্থানে হারুনকে এনে কুপিয়ে গুরুতর জখম করে।

এক পর্যায়ে এলাকাবাসী ও হামলাকারী নিজে তাকে বারইয়াহাট জেনারেল হাসপাতালে ও পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে দুপুর ৩টা নাগাদ চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে হারুনের মৃত্যু ঘটেছে চিকিৎসকরা জানিয়েছেন। এরপর হামলাকারী সিএনজি চালক সালাউদ্দিন মেডিকেল থেকেই পালিয়ে যায়।

জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই বাতেন জানান, রাত ৮টার দিকে ঘাতক সালাউদ্দিন নিজে থানায় এসে ভুল স্বীকার করে আত্মসমর্পন করেন।

এই বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন জানান, ঘাতক থানায় আত্মসমর্পন করেছে। তাকে আদালতে পাঠানো হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধ১৫ বাগান শ্রমিককে অপহরণ মুক্তিপণে ছাড়া পেলেন কয়েকজন
পরবর্তী নিবন্ধনগরীতে মালয়েশিয়া শিক্ষা মেলা শুরু হচ্ছে কাল