বায়েজিদ লিংক রোডে অবৈধভাবে পাহাড় কাটার সময় জব্দকৃত তিনটি স্কেভেটর দুই লাখ টাকা জরিমানা দিয়ে ছাড়িয়ে নিয়েছেন জনৈক মোহাম্মদ আলী।
আজ বৃহস্পতিবার(২৬ মে) সকালে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম তার দপ্তরে এক শুনানিতে এ জরিমানা করেন।
মো. আলী চট্টগ্রামের পাঁচলাইশ বায়েজিদ বার্মা কলোনির বাসিন্দা আব্দুর রহিমের পুত্র।
প্রসঙ্গত, গত ১৮ মে বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড়ে পাহাড় কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম। সেই সময় দু’টি স্কেভেটর ও একটি বুলডোজার জব্দ করা হয়।
অভিযানের খবরে দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ায় সেদিন তাৎক্ষণিক কাউকে আইনের আওতায় আনা যায়নি।
৮ দিন পর পাহাড় কাটার দায় স্বীকার করে সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে হাজির হলে মো. আলী নামে ওই ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (১) এর ৬ (খ) ও ১৫ এর ৫ বিধি মতে ২ লাখ টাকা জরিমানা করা হয়।