মীরসরাইয়ে মাদকের কারবার নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ মে, ২০২২ at ৪:৪৯ অপরাহ্ণ

দুই সিএনজিচালিত অটোরিকশা চালকের মাদক কারবার নিয়ে বিরোধের জের ধরে একজনকে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে মীরসরাই উপজেলার বারইয়াহাট এলাকায়।

আজ বৃহস্প্রতিবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার সময় বারইয়াহাট পৌরসভার জামালপুর গ্রামে হামলার পর গুরুতর আহত হারুন(৩৫)কে
চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে নিয়ে গেলে দুপুরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী রামগড় উপজেলার মৃত জসিমের পুত্র হারুনের সাথে মাদক সিন্ডিকেট হিসেবে লেনদেনের বিরোধ চলছিল বারইয়াহাট পৌরসভার জামালপুর গ্রামের সিএনজিচালিত অটোরিকশা চালক সালাউদ্দিনের।

আর পূর্ব শত্রুতার জের ধরে কৌশলে ভিন্ন অজুহাতে হারুনকে বারইয়াহাট পৌরসভার জামালপুর গ্রামের ইমাম কমিশনারের বাড়ির পার্শ্ববর্তী স্থানে এনে কুপিয়ে গুরুতর জখম করা হলে এক পর্যায়ে এলাকাবাসী ও হামলাকারী নিজে সহ তাকে বারইয়াহাট জেনারেল হাসপাতালে ও পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে দুপুর ৩টা নাগাদ চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘাড়ে দায়ের কোপের দরুণ অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু ঘটে বলে প্রাথমিকভাবে চিকিৎরা জানিয়েছেন বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এরপরই হামলাকারী অটোরিকশা চালক সালাউদ্দিন মেডিকেল থেকেই গা ঢাকা দিয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।

এই বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুর হোসেন মামুন বলেন, “এখনো উক্ত ঘটনার বিষয়ে কোনো এজাহার আমরা পাইনি। তবে ঘটনাটি আমরা জেনেছি, ইতিমধ্যে পুলিশের একটি টিম এই বিষয়ে তদন্ত করছে। শীঘ্রই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
ছবি ঃ ১। বারইয়াহাট পৌরসভার জামালপুর এলাকায় মাদক কারবার নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত হারুন ( ৩৫)।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে চলন্ত বাসে ধর্ষণচেষ্টার অভিযোগ : চালক ও সহকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধজব্দকৃত তিন স্কেভেটর ছাড়িয়ে নেয়া হলো ২ লাখ টাকা জরিমানায়