নাট্যতরী ও অ্যাকশান কাটের মাইম ও চলচ্চিত্র প্রদর্শনী

| বৃহস্পতিবার , ২৬ মে, ২০২২ at ১১:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাট্যতরী ও অ্যাকশান কাট ফিল্মের যৌথ আয়োজনে গত ২৩ মে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মূকাভিনয় প্রদর্শিত হয়।

অ্যাকশান কাট ফিল্মের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মর্তুজার আহ্বানে ও নাট্যতরীর প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ ইকবাল জাভেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। নাট্যতরী রক্তে অর্জিত বাংলা, ভার্চুয়াল অ্যাডিকশান ও মৌলিক অধিকার শিরোনামে তিনটি মূকাভিনয় প্রদর্শন করে।

এছাড়াও অ্যাকশান কাট ফিল্মের ব্যানারে নির্মিত তরুণ চলচ্চিত্র নির্মাতা ইহতিয়াজ ত্বকী পরিচালিত মুক্তিযুদ্ধের ছায়া অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি ও প্যারেন্টিংয়ের উপর নির্মিত শিশুতোষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্বন্দ্ব এবং থ্রি নট থ্রির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকালো গাউনে রূপকথার রাজকন্যা
পরবর্তী নিবন্ধ‘যারা গুজব ছড়িয়েছে তাদের প্রতি অন্তর থেকে ঘৃণা’