কক্সবাজার শহরের কবিতা চত্বর ও ইনানী সৈকত থেকে দুই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার(২৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে সদর থানা পুলিশের একটি দল শহরের কবিতা চত্বর এলাকা থেকে এবং সকাল সাড়ে ৯টায় উখিয়া থানা পুলিশের আরেকটি দল ইনানী সৈকত থেকে মরদেহ দু’টি উদ্ধার করে।
আজ রাত ৯টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মরদেহ দু’টির পরিচয় পাওয়া যায়নি।
কক্সবাজার সদর থানার পরিদর্শক(অপারেশন) নাছির উদ্দিন মজুমদার জানিয়েছেন, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের কবিতা চত্বর এলাকা থেকে ১৮-২০ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই অজ্ঞাত যুবকের মরদেহ গাছে ঝুলন্ত ছিল। তার পরনে ছিল পায়জামা-পাঞ্জাবি। তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।
অপরদিকে, উখিয়ার ইনানী পুলিশ ফাঁড়ির পরিদর্শক অলিউর রহমান জানান, সকাল ৯টার দিকে ইনানী সৈকত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার গায়ের রং কালো। তার পরনে হাফ হাতা গেঞ্জি ও কালো প্যান্ট পরা ছিল। তার মৃত্যুর কারণ ও পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, অজ্ঞাত দুই যুবকের মরদেহ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা আছে। তাদের পরিচয় ও মৃত্যুর কারণ অনুসন্ধান করছে পুলিশ।
উল্লেখ্য, গত বুধবার সাগর তীরের দু’টি তারকামানের হোটেল ও একটি রিসোর্ট থেকে দুই নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তারা তিনজনই কক্সবাজার বেড়াতে এসেছিলেন।












