বাঁশখালী‌তে ৫ হাজার ইয়াবা সহ গ্রেফতার ২

বাঁশখালী প্রতি‌নি‌ধি | সোমবার , ২৩ মে, ২০২২ at ১০:৪৫ অপরাহ্ণ

বাঁশখালী থানা পু‌লিশ বি‌শেষ অ‌ভিযান চা‌লি‌য়ে আজ সোমবার(২৩ মে) বিকা‌লে ৫ হাজার‌ পিস ইয়াবাসহ ২ ম‌হিলা ইয়াবা পাচারকা‌রীকে আটক ক‌রে‌ছে।

আজ রাত ১০টার সময় বাঁশখালী থানা পু‌লিশ সূত্রে জানা গেছে, বাঁশখালী থানার এসআই মো. আজিমুল হক সঙ্গীয় ফোর্স সহ সন্ধ্যায় বাঁশখালীর দ‌ক্ষিণ সীমান্তবর্তী পুঁইছড়ির ফুটখালী ব্রিজ সংলগ্ন ব্রিজের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ৫ হাজার পিস ইয়াবা সহ উখিয়ার ঠ্যাংখালী এলাকার আব্দুস সালামের স্ত্রী নুরানকিছ (৪০) এবং মৃত কালু মিয়ার মেয়ে লাকী(৩০)কে গ্রেফতার করা হয়।

এ ব্যাপা‌রে বাঁশখালী থানার ও‌সি মো. কামাল উদ্দীন ব‌লেন, “পু‌লি‌শের নিয়‌মিত অ‌ভিযা‌নের অংশ হিসা‌বে পুঁইছ‌ড়ি‌তে অ‌ভিযান পরিচালনা ক‌রে ৫ হাজার ইয়াবাসহ দুই ম‌হিলা‌কে গ্রেফতার করা হয়। তা‌দের বিরু‌দ্ধে মাদক আই‌নে মামলাসহ তাদের আদাল‌তে সোপর্দ করা হ‌বে।”

পূর্ববর্তী নিবন্ধনবম শ্রেণীর ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার ১০ দিন পর ২ সন্তানের জনকসহ ভিকটিম উদ্ধার
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে ১০ লাখ টাকার জাল নোটসহ আটক ২