নগরের খুলশী খানার মুরগিফার্ম হতে জালালাবাদ হাউজিং পর্যন্ত রাস্তার উভয় পাশ থেকে প্রায় শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
অভিযানে রাস্তা দখল করে দোকান নির্মাণ করার দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। তার কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়।