ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ২৩ মে, ২০২২ at ১:৪০ অপরাহ্ণ

ফটিকছড়িতে সানজিদা নাছরিন লিমা(২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের পিতা শফিউল আলম বাবুল।

নিহত সানজিদা নাছরিন লিমা ওই এলাকার হোসেন সারাং বাড়ির প্রবাসী মুহাম্মদ হাবীবের স্ত্রী।

আজ সোমবার(২৩ মে) সকাল ৯টায় উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম সুন্দরপুর থেকে এ মরদেহ উদ্ধার করার কথা নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মাসুদ।

ওসি জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে শয়ন কক্ষ থেকে সানজিদা নাছরিন লিমা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ নিয়ে তদন্ত চলমান রয়েছে।

এদিকে, নিহত লিমার পিতা শফিউল আলম বাবুল দাবি করেন, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিতভাবে শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে হত্যা করেছে। তারা এর আগেও যৌতুকের জন্য নির্যাতন করেছে এবং বারবার যৌতুক নিয়ে গেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

পূর্ববর্তী নিবন্ধসাবেক ওসি প্রদীপের স্ত্রী চুমকির আত্মসমর্পণ
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু