হজে যাবেন মুশফিকুর রহিম। তাই আগামী মাসের ওয়েস্ট ইন্ডিজ সফরে তাকে পাচ্ছে না বাংলাদেশ। হজ করার জন্য এই সফর থেকে ছুটি নিয়েছেন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান, মুশফিকের ছুটির আবেদন তারা মঞ্জুর করেছেন।
‘এক মাসেরও বেশি সময় আগে মুশফিক আমাদের কাছে ছুটি চেয়ে রেখেছিল। তখন অবশ্য বলেছিল যে কোটার ব্যাপার আছে, হজে তো এবার সবাই যেতে পারছে না। এজন্য একটু অনিশ্চয়তা ছিল। তবে শেষ পর্যন্ত তার নাম এসেছে কোটার মধ্যে। চট্টগ্রাম টেস্টের সময় ওর ছুটি আমরা নিশ্চিত করেছি।’
চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি পাওয়া মুশফিক বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করেন টেস্টে ৫ হাজার রান। তার না থাকায় দলে বড় শূন্যতা তৈরি হবে, মানছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান। ‘একটা বড় ঘাটতি থাকবে তো বটেই, ওয়েস্ট ইন্ডিজ সফর এমনিতেই কঠিন, সেখানে অভিজ্ঞ একজন ব্যাটসম্যান নেই। কিন্তু হজ করার মতো ব্যাপারে তো অনুমতি দেওয়া ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই।
আশা করি ভালোভাবে হজ করার পর আমরা তাকে সেরা চেহারায় পাব আবার।’ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে বাংলাদেশ প্রায় নিশ্চিতভাবেই পাচ্ছে না তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাঈম হাসানকে। এবার যোগ হলো মুশফিককে হারানোর ধাক্কা। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। ১৫ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত হবে ম্যাচগুলো। ২২ জুন হজ করতে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে মুশফিকের। আর বাংলাদেশ দলের আগামী ৫ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে উড়াল দেওয়ার কথা।