কাতারে চট্টগ্রাম সমিতির গুণীজন সংবর্ধনা ও অভিষেক

| রবিবার , ২২ মে, ২০২২ at ১০:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সমিতি কাতারের (সিএসকিউ) উদ্যোগে গুণীজন সংবর্ধনা, নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক এবং ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে সিএসকিউ। গত বৃহস্পতিবার রাজধানী দোহার পাঁচতারকা হোটেল হায়াত রিজেন্সি বলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন।

চট্টগ্রাম সমিতি কাতারের সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া হেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ ও সাংগঠনিক সম্পাদক কাজী আশরাফুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম ) ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং কাউন্সেলর (রাজনৈতিক ও অর্থনৈতিক) মো. মাহবুর রহমান। অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, মোহাম্মদ মুসা, আবু তালেব এবং মো. আবুল হাসান আজাদকে সন্মাননা স্মারক দিয়ে সম্মানিত করা হয়।

এছাড়া প্রবাসী বাংলাদেশিদের জীবনমান ও সেবা উন্নতির ক্ষেত্রে অক্লান্ত প্রচেষ্টার জন্য বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন, কাউন্সেলর ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান ও মো. মাহবুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রাম সমিতি ধারাবাহিকভাবে অসহায় প্রবাসী ও দেশের দুস্থ-সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তা করে আসছে। বিশেষ করে অসহায় অসুস্থ প্রবাসীর চিকিৎসা এবং মৃত্যুবরণকারী প্রবাসীর মরদেহ দেশে পাঠানোর ক্ষেত্রে দৃষ্টান্তমূলক ভূমিকা রেখেছে। রাষ্ট্রদূত এমন মহতী কৃতিত্বের জন্য সমিতির নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং অন্য প্রবাসী সংগঠনগুলোকে মানবতার সেবায় এগিয়ে আসার আহ্‌বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজামাল নজরুল ইসলাম স্মরণে চবিতে তরুণ গবেষক সম্মেলন
পরবর্তী নিবন্ধকিংবদন্তী শিল্পী শেফালী ঘোষের বাড়ি দখলের অভিযোগ