বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২২ প্রতিযোগিতায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের (সিসিপিসি) একাদশ শ্রেণির ছাত্র ইফতেখার আলম জুয়েল জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হবার গৌরব অর্জন করেছে। গ-গ্রুপে (একাদশ ও দ্বাদশ শ্রেণি) ‘গণিত ও কম্পিউটার’ বিষয়ে এই সিসিপিসিয়ান থানা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়ে বিভাগীয় পর্বে অংশ নেয়।
বিভাগীয় আসরে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য মনোনীত হয়। সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে চূড়ান্ত লড়াইয়েও জুয়েল সমগ্র বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়। এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হয় টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকায়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পুরস্কার হিসেবে বিজয়ী জুয়েল সরকারিভাবে বিদেশ ভ্রমণের সুযোগ পাওয়ার পাশাপাশি সনদ, ক্রেস্ট ও দুই লক্ষ টাকা পাবে। এর আগে থানা পর্যায়ে সিসিপিসিয়ানদের মধ্যে খ-গ্রুপে (নবম ও দশম শ্রেণি) ‘দৈনন্দিন বিজ্ঞান’ বিষয়ে নবম শ্রেণির শিক্ষার্থী আবরার শহীদ, গ-গ্রুপে ‘ভাষা ও সাহিত্য’, ‘দৈনন্দিন বিজ্ঞান’ বিষয়ে যথাক্রমে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নুর সামিহা খানম এবং ইসমাইল হাছান জোবায়ের শ্রেষ্ঠ নির্বাচিত হয়। উল্লেখ্য, গ-গ্রুপে ‘দৈনন্দিন বিজ্ঞানে’ ইসমাইল হাছান জোবায়ের জেলা আসরে শ্রেষ্ঠত্ব অর্জন করে বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান লাভ করে। প্রেস বিজ্ঞপ্তি।