ইয়েমেনের জাতীয় দিবস
৩৩৭ রোমক সম্রাট কনস্তানতিন দ্য গ্রেট-এর মৃত্যু।
১৫১৮ সুইস ভাস্কর জাঁ তিংগুয়েলি-র মৃত্যু।
১৫৪০ ফ্রৌরেন্সীয় ঐতিহাসিক ফ্রাঞ্জেস্কো গুইচ্চার্দিনি-র মৃত্যু।
১৫৪৫ আফগান সম্রাট শের শাহ নিহত হন।
১৭৭২ বাংলার নবজাগরণের অগ্রদূত রামমোহন রায়ের জন্ম।
১৮০৮ ফরাসি কবি ও গল্পকার জেরার দ্য নের্ভাল-এর জন্ম।
১৮১৩ খ্যাতনামা জার্মান সংগীতস্রষ্টা রিশার্ট ভাগ্নার্-এর জন্ম।
১৮২২ প্রাবন্ধিক ও সমাজ সংস্কারক কিশোরীচাঁদ মিত্রের জন্ম।
১৮৪৯ আইরিশ ঔপন্যাসিক মারিয়া এজওয়ার্থ-এর মৃত্যু।
১৮৫৯ ব্রিটিশ রহস্য-উপন্যাস লেখক আর্থার কোনান ডয়েল-এর জন্ম।
১৮৭৩ ইতালীয় কবি আলেসান্দ্রো মানজোনি-র মৃত্যু।
১৮৮১ রুশ চিত্রশিল্পী মিখাইল নারিনোভ-এর জন্ম।
১৮৮৫ খ্যাতনামা ফরাসি সাহিত্যিক ভিক্তর মারি উগো-র মৃত্যু।
১৮৯৭ টেমস নদীর তলদেশে ব্ল্যাকওয়াল টানেল আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।
১৯১২ নোবেলজয়ী (১৯৭৯) ব্রিটিশ-মার্কিন জৈবরসায়নবিদ হার্বার্ট ব্রাইন-এর জন্ম।
১৯২৭ চীনের নানশানে প্রচণ্ড ভূমিকম্পে দুইলক্ষ লোকের মৃত্যু হয়।
১৯৩২ কবি ও নাট্যকার লেডি ইসাবেলা গ্রেগরি-র মৃত্যু।
১৯৪৪ আঞ্জিয়ো-র যুদ্ধ শুরু হয়।
১৯৬৭ মার্কিন কবি ল্যাংস্টন হিউজ-এর মৃত্যু।
১৯৭২ ইংরেজ কবি ও লেখক সিসিল ডে লুইস-এর মৃত্যু।
১৯৭২ ভূমিকম্পে তুর্কির বিংগল শহর ধ্বংসপ্রাপ্ত হয় এবং এক হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে।
১৯৭২ সিলোন-এর নাম শ্রীলঙ্কা রাখা হয় এবং দেশটি প্রজাতন্ত্র ঘোষিত হয়।
১৯৮৩ নোবেল জয়ী (১৯৭৪) মার্কিন জীববিজ্ঞান আলবার্ট ক্লদ-এর মৃত্যু।
১৯৮৯ ভারতে মাঝারি পাল্লায় ক্ষেপণাস্ত্র ‘অগ্নি’ উৎক্ষেপণ।
১৯৯০ উত্তর ও দক্ষিণ ইয়েমেন সংযুক্ত হয়ে ইয়েমেন প্রজাতন্ত্র গঠন করে।
১৯৯১ স্বাধীনতা সংগ্রামী ও কমিউনিস্ট বিপ্লবী এস. এ. ডাঙ্গের মৃত্যু।
১৯৯৩ কম্বেডিয়ায় ২ বছরের মধ্যে প্রথম বহুদলীয় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।