সীতাকুণ্ডে পানিতে ডুবে এক বৃদ্ধ ও এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার পৃথক সময়ে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের উত্তর মাহামুদাবাদ ও সৈয়দপুর ইউনিয়নের উত্তর পশ্চিম সৈয়দপুর এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাড়বকুণ্ডের উত্তর মাহামুদাবাদ ভূঁইয়া বাড়ির মৃত মুকবুল আহম্মদের পুত্র মোহাম্মদ ফোররুখ হোসেন (৭০) ও সৈয়দপুর ইউনিয়নের উত্তর পশ্চিম সৈয়দপুর এলাকার হাজি আবদুল মোতালেবের বাড়ির জাহেদুল ইসলামের স্ত্রী মমতাজ বেগম (৩৫)।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে গোসল করতে যান বৃদ্ধ ফোররুখ। কিন্তু গোসল করতে যাওয়ার এক ঘণ্টা অতিবাহিত হলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পুকুর থেকে দুপুর পৌনে ২ টার পর অচেতন অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে দুপুরে ঘরের কাজ শেষে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যান গৃহবধূ মমতাজ বেগম (৩৫)। কিন্তু দীর্ঘক্ষণ পরও মমতাজ ঘরে না ফেরায় তাকে খুঁজতে পুকুরে যান তার স্বামী জাহেদুল ইসলাম। এ সময় তাকে অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি তারা অবগত নন। তবে সৈয়দপুর এলাকায় পানিতে ডুবে গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেঙে উপপরিদর্শক (এস আই) টিবলু মজুমদারের নেতৃত্বে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।