ফিনল্যান্ডেও গ্যাস সরবরাহ বন্ধ করে দিল রাশিয়া

আজাদী অনলাইন | শনিবার , ২১ মে, ২০২২ at ২:২৭ অপরাহ্ণ

পোল্যান্ড ও বুলগেরিয়ার পর এবার প্রতিবেশী ফিনল্যান্ডেও গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। রপ্তানি করা গ্যাসের মূল্য রুবলে পরিশোধের নির্দেশনা নিয়ে বিরোধের জেরে গ্যাস সরবরাহ বন্ধ করা হলো।

রাশিয়ার বৃহৎ জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম আজ শনিবার(২১ মে) গ্যাস রপ্তানি বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে ফিনল্যান্ডের গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি গ্যাসগ্রিড ফিনল্যান্ড।

গ্যাজপ্রম-এর অঙ্গপ্রতিষ্ঠান গ্যাজপ্রম এক্সপোর্ট মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় ইউরোপীয় দেশগুলোকে রাশিয়ার গ্যাসের মূল্য রুবলে পরিশোধ করতে বলেছে, অন্যথায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে। কিন্তু ফিনল্যান্ড তাদের এই দাবি মানতে রাজি হয়নি।

এক বিবৃতিতে গ্যাসগ্রিড ফিনল্যান্ড বলেছে, “ইমাত্রা শহরের প্রবেশ পথ দিয়ে গ্যাস রপ্তানি বন্ধ করা হয়েছে।”

এই ইমাত্রা শহর দিয়েই রাশিয়ার সরবরাহ করা গ্যাস ফিনল্যান্ডে প্রবেশ করে।

ফিনল্যান্ডের রাষ্ট্রায়ত্ত পাইকারি গ্যাস বিক্রেতা কোম্পানি গাসুম গতকাল শুক্রবার জানিয়েছে, শনিবার ০৪০০ জিএমটি থেকে গ্যাসের প্রবাহ বন্ধ হয়ে যেতে পারে বলে গ্যাজপ্রম সতর্ক করেছিল।

ওই সময় থেকেই গ্যাসের প্রবাহ বন্ধ হয়ে গেছে বলে শনিবার কোম্পানিটি নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে তারা বলেছে, “গাসুমের সরবরাহ চুক্তির অধীনে ফিনল্যান্ডে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।”

গাসুম জানিয়েছে, রাশিয়ার সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে এমন সম্ভাবনা সামনে রেখে তারা প্রস্তুতি নিয়ে রেখেছিল আর এখন রাশিয়ার গ্যাস ছাড়াই পরিস্থিতি সামাল দিতে পারবে তারা।

গাসুম এক বিবৃতিতে জানায়, “আজ থেকে শুরু করে আগামী গ্রীষ্ম ঋতু চলাকালীন গাসুম তার গ্রাহকদের বাল্টিককানেক্টর পাইপলাইন হয়ে আসা অন্যান্য উৎসগুলো থেকে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে।”

বাল্টিককানেক্টর পাইপলাইন ফিনল্যান্ডকে প্রতিবেশী এস্তোনিয়ার গ্যাস গ্রিডের সঙ্গে যুক্ত করেছে।

গ্যাজপ্রম এক্সপোর্ট শুক্রবার জানায়, গাসুম রাশিয়ার নতুন নিয়ম অনুযায়ী রুবলে বন্দোবস্তের প্রয়োজনীয়তা মেনে না নেওয়ায় গ্যাসের প্রবাহ বন্ধ করে দেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফিনল্যান্ডে ব্যবহার করা অধিকাংশ গ্যাসই রাশিয়া থেকে আসে কিন্তু তা দেশটির ব্যবহৃত বার্ষিক জ্বালানির প্রায় ৫ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধহালদায় দুই হাজার মিটার জাল জব্দ
পরবর্তী নিবন্ধচকরিয়ায় যুগ্ম সচিবের গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত