হালদায় দুই হাজার মিটার জাল জব্দ

নৌ পুলিশের অভিযান

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২১ মে, ২০২২ at ২:১২ অপরাহ্ণ

প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র ও জোয়ার-ভাটার নদী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে নৌ পুলিশ অভিযান পরিচালনা করেছে।

আজ শনিবার নদীর ছায়ার চর এলাকায় পরিচালিত অভিযানে ৯০ হাজার টাকা মূল্যমানের দুই হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া পিপিএম এবং নৌ থানার সদরঘাট থানার ওসি এ বি এম মো. মিজানুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনায় নেতৃত্বদানকারী উপ-পরিদর্শক মো. এনামুল হক জানান, হালদা নদীতে মাছের মজুদ বৃদ্ধি করতে নদীর ছায়ার চর এলাকায় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করার সময় দাবিদারবিহীন ৯০ হাজার টাকা মূল্যমানের দুই হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।

নদীতে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধভ্যানে বাসের ধাক্কায় ১৩ পুলিশ আহত
পরবর্তী নিবন্ধফিনল্যান্ডেও গ্যাস সরবরাহ বন্ধ করে দিল রাশিয়া