হাদিসুরের পরিবারকে ১০ লাখ টাকা দিল বিএমএমওএ

বাংলার সমৃদ্ধি

| শনিবার , ২১ মে, ২০২২ at ৭:৫৪ পূর্বাহ্ণ

ইউক্রেনে যুদ্ধের মধ্যে বন্দরে আটকে থাকা জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলায় নিহত প্রকৌশলী হাদিসুর রহমানের পরিবারকে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে বাণিজ্যিক জাহাজের নাবিকদের সংগঠনবিএমএমওএ। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর স্ট্র্যান্ড রোডে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) কার্যালয়ে এক অনুষ্ঠানে এ অনুদান দেওয়া হয়। খবর বাংলানিউজের।

বিএমএমওএ সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনসহ সংগঠনের নেতারা হাদিসুরের ভাই গোলাম মাওলা প্রিন্সের হাতে ১০ লাখ ২৭ হাজার টাকা তুলে দেন। এ সময় লিখিত বক্তব্যে বিএমএমওএ নেতা শাখাওয়াত বলেন, ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন (আইটিএফ) এবং বাংলাদেশি মেরিনারদের পক্ষ থেকে হাদিসুরের পরিবারের জন্য এই আর্থিক অনুদানের ব্যবস্থা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান আজ
পরবর্তী নিবন্ধলাগামহীন দ্রব্যমূল্যের কারণে জনগণ আজ অসহায়