ফরহাদাবাদে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২১ মে, ২০২২ at ৭:৫২ পূর্বাহ্ণ

হাটহাজারীনাজিরহাট মহাসড়কের ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী মহাসড়কের উপর গত বৃহস্পতিবার মানববন্ধন করেছে। এ সময় এ দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ শিক্ষক মন্ডলী ও অভিভাবকগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শওকত আলম, কামরুল হাসান শেয়ান, আ জ ম কাজী মৌলানা নাসির উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুল আলম বক্তব্য রাখেন। বক্তারা এই ব্যস্ততম সড়কের উপর ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে কলেজ শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় মামলা
পরবর্তী নিবন্ধজীবন্ত কিংবদন্তীর স্বদেশ প্রত্যাবর্তন