ট্রাকের ধাক্কায় ভেঙে পড়ল বৈদ্যুতিক খুঁটি

আজাদী প্রতিবেদন | শনিবার , ২১ মে, ২০২২ at ৭:৩৪ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলী থানাধীন আবুল বিড়ি ফ্যাক্টরির সামনে ট্রাকের ধাক্কায় একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। এ ঘটনায় আশপাশের এলাকায় প্রায় ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। গতকাল শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

 

জানতে চাইলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী সানাউল্লাহ বলেন, পাহাড়তলীর আবুল বিড়ি ফ্যাক্টরির সামনে ট্রাকের ধাক্কায় একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ে। এ সময় আশপাশের ৭টি ট্রান্সফরমারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে বিদ্যুৎ বিভাগের লোকজন গিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই হ্রদের চার চ্যানেলে ড্রেজিংয়ের উদ্যোগ নেয়া হবে
পরবর্তী নিবন্ধউল্টে যাওয়া কারে চোরাই গরু