মহেশখালীতে গত ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাস্টার এনামুল করিম ও তার সমর্থকদের সাথে বিজয়ী ইউপি চেয়ারম্যান রিয়ান শিকদারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সড়কে টমটম সমিতির নামে চাঁদা তোলার সময় বাধা দেওয়াকে কেন্দ্র করে উভর পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।
এ ঘটনায় চেয়ারম্যান ও প্রতিদ্বন্দ্বি প্রার্থীসহ উভয় পক্ষের ১২ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা বাজারে এ ঘটনা ঘটে। ছোট মহেশখালী ইউপি চেয়ারম্যান রিয়ান সিকদার অভিযোগ করে বলেন, এনামুল করিম নিজের লোকজন দিয়ে টমটম গাড়ী থেকে অবৈধভাবে চাঁদা তুলছে। ড্রাইভারদের অভিযোগের ভিত্তিতে আমি বাধা দেওয়ায় ইউপি নির্বাচনে হেরে যাওয়ার প্রতিশোধ নিতে সে আমার ইউনিয়ন পরিষদে হামলা চালিয়ে আমাকে ও আমার ভাইদের কুপিয়ে আহত করেছে এবং ইউপি কার্যালয় ভাঙচুর করে। অপরদিকে প্রতিপক্ষ ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল করিমও আহত হয়েছে। এ ব্যাপারে জানতে তার মোবাইলে কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। মহেশখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল ভাই বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি । এখন আপাতত সড়ক থেকে পরিবহন সমিতির নামে টাকা তোলা বন্ধ করে দিয়েছি। ঘটনার ব্যাপারে এখনো থানায় কেও অভিযোগ দায়ের করেনি।