রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার নাম মোজাম্মেল হোসেন(২৩)। তার পৈত্রিক বাড়ি নোয়াখালী হলেও ছোটবেলা থেকেই উপজেলার সরফভাটা ইউনিয়নের ছৈয়দুলখীল দক্ষিণপাড়া এলাকায় নানার বাড়িতে থাকতেন তিনি।
আজ শুক্রবার (২০ মে) জুম্মার নামাজের পর সরফভাটা মেহেরিয়া মাদ্রাসায় নামাজের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
মো. হাসান নামে নিহতের এক স্বজন জানান, গত ১৮ মে বিকালে বন্ধুদের সাথে কাপ্তাই বেড়াতে যাচ্ছিলেন মোজাম্মেল। মোটরসাইকেল যোগে যাওয়ার পথে কাপ্তাই সড়কের হাবিবের গোট্টা এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোজাম্মেল মোটরবাইক থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান মোজাম্মেল।
হাসান আরো জানান, নিহত মোজাম্মেলের পিতার নাম মোহাম্মদ রিয়াজ এবং মাতার নাম বিলকিস আক্তার। মোজাম্মেল তাদের একমাত্র সন্তান। সরফভাটা ক্ষেত্রবাজারের একটি ফুলের দোকানে চাকরি করে তিনি সংসার চালাতেন। তার এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।