ব্যাংকের টাকা আত্মসাৎ মামলায় একজন কারাগারে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২০ মে, ২০২২ at ৯:২৫ পূর্বাহ্ণ

ব্যাংকের ৩ কোটি ৫৯ লাখ ৫৯ হাজার ৭০৪ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ইলিয়াছ ব্রাদার্স লিমিটেডের পরিচালক নুরুল আবছারের ছেলে আশরাফ হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মেসার্স আশরাফ এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানের নামে তিনি ইস্টার্ন ব্যাংক থেকে ঋণ নেন। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, অর্থ আত্মসাতের এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে প্রথমে একটি অর্থঋণ মামলা দায়ের করা হয়। এতে ঋণ আদায় না হওয়ায় ২০২০ সালে জারি মামলাটি দায়ের হয়। একপর্যায়ে আদালতের পক্ষ থেকে আশরাফ হোসাইনের বিরুদ্ধে পরোয়ানা জারি করলে গত বুধবার তাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় আজকে (গতকাল) বাকলিয়া থানা পুলিশ তাকে আদালতে উপস্থাপন করেন। এ সময় তার আইনজীবী জামিন চেয়ে একটি আবেদনও করেন। আদালত এ আবেদন নাকচ করে দিয়ে ৫ মাসের সাজা দিয়ে তাকে কারাগারে পাঠায়।

পূর্ববর্তী নিবন্ধআবদুল মাবুদ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন