বিশ্বের অন্যতম সবচেয়ে সস্তা গাড়িতে ভ্রমণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের প্রশংসা কুড়িয়েছেন ভারতীয় শিল্পপতি রতন টাটা। টাটা গ্রুপের চেয়ারম্যান ইমেরিটাস রতন টাটা তার সাধারণ জীবনযাপনের জন্য পরিচিত। মঙ্গলবার টাটা গ্রুপের মালিকানাধীন মুম্বাইয়ের সুরম্য তাজ হোটেলে টাটা কোম্পানিরই তৈরি ভারতের সবচেয়ে সস্তা গাড়ি টাটা ন্যানোটে চড়ে আসেন তিনি। এতে অনেকেই অবাক হন, কারণ টাটা মোটর কোম্পানি জাগুয়ার ও ল্যান্ড রোভার্সের মতো গাড়িও তৈরি করে। খবর বিডিনিউজের।
এ সময় গাড়ির সামনের আসনে চালকের পাশে বসা রতন টাটার সঙ্গে কোনো দেহরক্ষীও ছিল না। অনেকেই এটিকে রতন টাটার সহজ জীবনযাপনের ‘অনন্য’ উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন, জানিয়েছে বিবিসি।