চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার মোট লেনদেন হয়েছে ২৭.৭৭ কোটি টাকা। ৯,৯৮৪ টি লেনদেনের মাধ্যমে মোট ৮৪.৫২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৩৫.৪৩ পয়েন্ট কমে দাঁড়ায় ১৮,৪৩৯.৭২ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৬.৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩৭৫.৯৮-তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ৭.৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৭২.৮৯ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স ১৫.৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৪৪.৯৪ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪১,৯৯৯.৭২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১০১,৩৪১.৭৯ কোটি টাকায় । সিএসইতে ৩৭৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৮৮টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ২০৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৬ টির।