‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী মারা গেছেন। তার মৃত্যুতে দেশের শোবিজ অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে। গাফফার চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। খবর বাংলানিউজের।
কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে ফ্রান্সে রয়েছেন তিনি। সেখান থেকে ফেসবুকে ফারুকী লেখেন, গাফফার ভাইয়ের অনেক মত বা কথার সাথে আমার দ্বিমত ছিল, অনেক কথার সাথে একমত ছিল।
আমার কাজ খুঁজে বের করে দেখে আমাকে ফোন দিয়ে উনি উৎসাহ দিতেন। আমার কাজ সরকারি সেন্সর কলে আটকা পড়লে তিনি এর প্রতিবাদ করতেন। তিশার অভিনয়ের দারুণ ভক্ত ছিলেন উনি। ‘ডুব’খ্যাত নির্মাতা আরো লেখেন, ব্যক্তিগত আলাপচারিতায় যতটুকু বুঝেছি সিনেমার ব্যাপারে উনার আগ্রহ ছিল প্রবল। এবং উনার সিনেমারুচি উনার সময়ের তুলনায় অগ্রসর।
পুরনো স্মৃতি তুলে ধরে ফারুকী লেখেন, উনাকে আমি অনেকবার একটা কথা বলেছি, গাফফার ভাই, আপনি যদি আর কিছু নাও লিখতেন, কেবল ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’র জন্যই আপনার স্থান বাংলাদেশের ইতিহাসে পাকা থাকতো। আপনাকে ভালোবাসুক মন্দবাসুক, প্রতি বছর একবার করে বাংলাভাষী মানুষেরা প্রাণ খুলে গাইবে আপনার লেখা গান। কোনো এক একলা ছাদের নীচে বসে লিখা আপনার শব্দগুলা ডানা মেলবে ওদের কণ্ঠের আবেগে। ভাবা যায় কী এক বিস্ময়কর ঘটনা এই গান?”
সবশেষে তিনি সম্মান জানিয়ে লেখেন, বিদায় আবদুল গাফফার চৌধুরী! মোস্তফা সরয়ার ফারুকী ছাড়াও আবদুল গাফফার চৌধুরীকে হারিয়ে শোবিজ অঙ্গনের আরো অনেকে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন।