প্রথম সন্তানের বয়স ১৬ মাস। এরই মধ্যে জন্ম নিল দ্বিতীয় সন্তান। অভাবের সংসার তার উপর মায়ের বয়স ২০ বছর। এসব কারণে প্রতিবেশিরা নানা কথা শোনাতে থাকে। আর তাতেই হতাশায় ভুগে নিজের ১৪ দিন বয়সী নিজ সন্তানকে অন্যর হাতে তুলে দিয়েছেন মা জেরিন আক্তার।
গত সোমবার সংগঠিত এ ঘটনার সেই সন্তানকে তিনদিন পর আজ বৃহস্পতিবার উদ্ধার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।
নগরের আকবর শাহ থানার পুলিশের সহায়তায় চট্টগ্রাম সিটি গেইট সংলগ্ন একটি বাসা থেকে এক দম্পতির কাছ থেকে সন্তানটিকে উদ্ধার করে।
এ ঘটনাটি ওই শিশুর মা জেরিন আক্তারের সাজানো নাটক বলে দাবি করেছে তার স্বামী মো. ইয়াসিন। পুলিশ শিশুসহ জেরিন আক্তারকে জিজ্ঞাসাবাদের থানায় নিয়ে গেছে।
জানা যায়, গত সোমবার ডাক্তার দেখানোর কথা বলে ঘর থেকে বের হয় সন্তানের মা জেরিন আক্তার। ঘণ্টা দুয়েক পর সন্তানকে রেখে একা বাড়ি ফিরেন তিনি। বাড়িতে সবাইকে সিএনজি থেকে সন্তান অপহরণ হয়ে গেছে বলে জানান তিনি।
এক মহিলা তার মাথায় হাত বুলিয়ে সন্তানকে নিয়ে পালিয়ে যায় বলে সেদিন তিনি সবাইকে জানান। পরদিন তিনি বাদী হয়ে সন্তান অপহরণ হয়েছে মর্মে সীতাকুণ্ড থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্তে নেমে বৃহস্পতিবার দুপুরে পুলিশ সন্তানটিকে উদ্ধার করেন।
ওই শিশু সন্তানের পিতা মো. ইয়াসিন বলেন, আমার বাড়ি খুলনার বাগেরহাটে। পেশায় আমি একজন অটোরিক্সা চালক। সন্তান ডেলিভারির সময় হওয়াতে স্ত্রীকে কিছুদিন আগে সীতাকুণ্ডে বাবার বাড়িতে পাঠাই আমি। সুস্থভাবে সন্তান প্রসব করে সে। কিন্তু কি কারণে আমার স্ত্রী এই ঘটনা ঘটিয়েছে আমার বোধগম্য হচ্ছেনা।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক জানান, প্রাথমিকভাবে শিশু সন্তানের মা সন্তানটি মফিজুর রহমান দম্পতির কাছে দত্তক দেওয়ার কথা স্বীকার করেছেন।