বর্তমানে বিশ্ব উষ্ণায়নের যুগে সব থেকে বড় সমস্যা হলো দূষণ। এই দূষণের কারণে শুধুমাত্র ২০১৯ সালেই ৯০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এই সংখ্যা প্রায় ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে ২০০০ সালের তুলনায়। গতকাল বুধবার দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নালের একটি গবেষণায় এমনটি জানানো হয়েছে। খবর বাংলানিউজের।
দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নালের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বাতাস, পানি এবং মাটিতে দূষণের কারণে মানুষের হৃদরোগ, ক্যান্সার, শ্বাসকষ্ট, ডায়রিয়া এবং অন্যান্য গুরুতর অসুস্থতা দেখা দেয়।
গবেষণা অনুযায়ী, বিশ্বজুড়ে ২০১৯ সালে বায়ু দূষণের কারণে মৃত্যু হয়েছে প্রায় ৬৭ লাখ মানুষের। ওই বছর ক্ষতিকারক রাসায়নিকের প্রভাবে মৃত্যু হয়েছে আরও প্রায় ১৭ লাখ মানুষের। গবেষণায় আরও বলা হয়, দূষণ মানুষের স্বাস্থ্যে যেভাবে বিরূপ প্রভাব ফেলেছে তা ম্যালেরিয়া, এইচআইভি, যক্ষ্মা, সন্ত্রাস, যুদ্ধ, মাদক, অ্যালকোহল প্রভৃতির থেকে অনেক বেশি। বিশ্বের নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলোতে দূষণজনিত কারণে মৃত্যুর হার প্রায় ৯০ শতাংশ।