নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার করা প্রয়োজন

মহানগর ইসলামিক ফ্রন্টের সাধারণ সভা

| বৃহস্পতিবার , ১৯ মে, ২০২২ at ৮:২৫ পূর্বাহ্ণ

 

মহানগর ইসলামিক ফ্রন্টের সাধারণ সভা গত ১৭ মে অনুষ্ঠিত হয়। নগর ইসলামিক ফ্রন্টের সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, খান এ সবুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, মাওলানা আনছারুল্লাহ মুনিরী, ডা. হাশমত তাহেরী, মাওলানা মহি উদ্দীন তাহেরী, নুরুল আবছার, মুহাম্মদ এমরান, আনিসুর রহমান, মাওলানা আনোয়ারুল ইসলাম খান, মুহাম্মদ দিদার, হাফেজ আবুল, মাওলানা জামাল উদ্দিন প্রমুখ।

সভাপতির বক্তব্যে এইচ এম মুজিবুল হক শাকুর বলেন, নিত্যপণ্যের উচ্চমূল্য নিয়ন্ত্রণের ব্যর্থতায় ক্রমাগত জনমনে ক্ষোভের সঞ্চার হচ্ছে। জনস্বার্থে অবিলম্বে পণ্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার করা প্রয়োজন। এছাড়া সংকট সৃষ্টিকারী চিহ্নিত দুষ্টচক্রকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান সময়ের দাবি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাক্তাইয়ে চার হাজার কেজি পলিথিন জব্দ
পরবর্তী নিবন্ধসেই পুলিশ কনস্টেবল জনিকে দেখতে গেলেন বিপ্লব বড়ুয়া