চাক্তাইয়ে চার হাজার কেজি পলিথিন জব্দ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৯ মে, ২০২২ at ৮:২৫ পূর্বাহ্ণ

 

 

নগরের চাক্তাই ওসমানিয়া গলি থেকে চার হাজার কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়।

গতকাল বুধবার পরিচালিত অভিযানে পলিথিনগুলো জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে সংস্থাটির পরিচালক হিল্লোল বিশ্বাস বলেন, অভিযানে পুলিশ বিভাগের তিনজন এবং পরিবেশ অধিদপ্তরের পাঁচ সদস্যের টিম অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধঅবশেষে চবির ক্রিমিনোলজি বিভাগের সভাপতি শাখাওয়াত হোসেন
পরবর্তী নিবন্ধনিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার করা প্রয়োজন