হাটহাজারীর মেখল ইউনিয়নে গতকাল বুধবার বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। পিকেএসএফের সহযোগিতায় ঘাসফুল সমৃদ্ধি ও প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়। স্বাস্থ্য ক্যাম্প উপলক্ষে সম্মাননা, বয়স্ক ভাতা, হুইল চেয়ার বিতরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
জাফরাবাদ উচ্চ বিদ্যালয় চত্বরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ঘাসফুলের উপপরিচালক মো. মফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন মেখল ইউপি চেয়ারম্যান মো. সালাউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক মো. আবু আকতার, ঘাসফুলের সহকারী পরিচালক সাদিয়া রহমান ও শিক্ষাবিদ আবুল কালাম মাস্টার। মেখল ইউনিয়ন ঘাসফুলের ব্যবস্থাপক মো. নাসির উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ মহসিন, ইউ পি সদস্য মো. রাসেল, সংরক্ষিত মহিলা সদস্য বিলকিস আকতার প্রমুখ। চিকিৎসা ক্যাম্পে দুই শতাধিক দরিদ্র রোগীকে সেবা প্রদান করা হয়।












