উত্তর গুজরা বিবেকারাম বৌদ্ধ বিহারে আলোচনা সভা

| বৃহস্পতিবার , ১৯ মে, ২০২২ at ৮:২৪ পূর্বাহ্ণ

 

শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাউজান উত্তর গুজরাস্থ বিবেকারাম বৌদ্ধ বিহারে গত ১৫ মে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বুদ্ধপূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সুনন্দ মহাথেরর সভাপতিত্বে এবং কৃষ্টি প্রচার সংঘ উত্তর জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলেন বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মিথুন রশ্মি বড়ুয়া। উদ্বোধক ছিলেন পূন্নানন্দ থের, প্রধান জ্ঞাতি ছিলেন বাংলাদেশ ডাক বিভাগের সহকারী পরিদর্শক অসিম বড়ুয়া চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, সুমনাবংশ মহাথের, শান্তিলোক মহাথের, সুপ্রিয়ানন্দ থের, প্রকৌশলী পলাশ বড়ুয়া, চন্দ্র সেন বড়ুয়া, ডা. নয়ন কান্তি বড়ুয়া, তাপস বড়ুয়া, সুনপ তালুকদার, দিলীপ বড়ুয়া, উদয় শংকর বড়ুয়া, সনজিত বড়ুয়া বিকি, তুষার বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপুলিশ সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে থ্রি হুইলার চালকদের মানববন্ধন